গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষ এর কার্যালয়
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর।
- ১৮/১১/২০১৩ ইং তারিখে গাজীপুর মেডিকেল কলেজ, প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ০৬/০৮/২০১৪ ইং তারিখে গাজীপুর মেডিকেল কলেজকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ নাম করন করা হয়।
- শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের কোন নিজস্ব ভবন নাই। হাসপাতালে ৬ তলা একটি ভবনে কলেজের কার্যক্রম চলিতেছে। তবে নতুন ক্যাম্পাসের কাজ প্রায় শেষের দিকে।
- ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হইতে ২০২২-২০২৩ পর্যন্ত নিম্ন বর্ণিত ছাত্র-ছাত্রী ভর্তি হইয়া বর্তমানে অধ্যয়নরত আছে। শুরুতে এই কলেজের আসন সংখ্যা ছিল ৫২জন পরবর্তীতে তা বৃদ্ধি করে ৭২জন এবং ২০২৩-২০২৪ সেশনে আসন সংখ্যা ১০০জনে উন্নীত করা হয়।
- শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে (লেকচার ক্লাস, টিউটোরিয়াল ক্লাস, ব্যাবহারিক ক্লাসসহ অন্যান্য ক্লাস)।
- বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের নিয়মিত টার্ম পরীক্ষা, অ্যাসেসমেন্ট পরীক্ষা, প্রফেশনাল পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
- ছাত্রছাত্রী, শিক্ষক ও ডাক্তারদের সমন্বয়ে নিয়মিত ক্লিনিক্যাল সেমিনার আয়োজন করা হয়।
- ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নিয়মিত বিভিন্ন এক্সট্রা একাডেমিক কার্যক্রম যেমন- সাংস্কৃতিক ও ক্রিয়া সপ্তাহ আয়োজন্সহ বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর কর্মসূচী পরিচালনা করা হচ্ছে।
- শিক্ষক ও ডাক্তার এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রতি বৎসর ২১শে ফেব্রুয়ারি, ১৭ই মার্চ, ২৬সে মার্চ, ১৬ই ডিসেম্বর এবং অন্যান্য জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। এছাড়া ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান, দোয়া মাহফিল এবং অসহায় ও গরিব রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়।
- শিক্ষক ও ডাক্তার এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রতি বৎসর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ঈদে মিলাদুন্নবী ও হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পূজার আয়োজন করা হয়।
- জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীতে বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
- মেডিসিন, গাইনী, চক্ষু, শিশু, ইএনটি, নিউরোলজিসহ অন্যান্য ক্লিনিক্যাল বিভাগের ডাক্তারগণ আন্তঃবিভাগ ও বহিঃবিভাগে রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন।
- প্রতি মাসে বিভাগীয় প্রধানদের সভা ও ৩ মাস পরপর একাডেমিক কাউন্সিলের সভা আয়োজন করা হয়।
- ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সন্ধানী ও মেডিসিন ক্লাবসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন- অসহায় ও গরিব রোগীদের মাঝে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও রক্তদান এবং ঔষধ বিতরণ কর্মসূচী পরিচালনা করা হয়।
- এছাড়া একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে কমিউনিটি মেডিসিন বিভাগের অধীনে আরএফএসটি ট্যুর আয়োজন করা হয়ে থাকে।
শিক্ষাবর্ষ | ভর্তিকৃত ছাত্র ছাত্রীর সংখ্যা | বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা | মন্তব্য | |||
---|---|---|---|---|---|---|
ছাত্র | ছাত্রী | ছাত্রাবাসে অবস্থান | ছাত্রীনিবাসে অবস্থান | |||
২০১৩-২০১৪ | ৫১ | ১৭ | ৩৩ | ১৭ | ৩৩ | ১ ছাত্রী ভর্তি বাতিল ও ১ জন অনুপস্থিত |
২০১৪-২০১৫ | ৫২ | ২৬ | ২৪ | ১৬ | ৩৬ | |
২০১৫-২০১৬ | ৫২ | ১৬ | ৩৬ | ১৬ | ৩৬ | |
২০১৬-২০১৭ | ৫২ | ১৮ | ৩৪ | ১৮ | ৩৪ | |
২০১৭-২০১৮ | ৫২ | ১৯ | ৩৩ | ১৯ | ৩৩ | |
২০১৮-২০১৯ | ৬৫ | ১৯ | ৪৬ | ১৯ | ৪৬ | |
২০১৯-২০২০ | ৬৫ | ২১ | ৪৪ | |||
২০২০-২০২১ | ৭১ | ২৩ | ৪৮ | |||
২০২১-২০২২ | ৭২ | ৩০ | ৪২ | |||
২০২২-২০২৩ | ৭০ | ২৭ | ৪৩ | ২জন শিক্ষার্থী ভর্তি বাতিল | ||
২০২৩-২০২৪ | ৯৯ | ৩৩ | ৬৬ |
জনবলের তথ্যঃ
মঞ্জুরকৃত পদ | পূরনকৃত পদ | শূন্য পদ | মন্তব্য | |
---|---|---|---|---|
১ম শ্রেণী | ১৪২ | ০০ | ০০ | |
২য় শ্রেণী | ০১ | ০০ | ০০ | |
৩য় শ্রেণী | ২১ | ২০ | ০১ | |
৪র্থ শ্রেণী | ২৫ | ০১ | ২৪ | |
আউট সোসিং | ৪৩ | ০০ | ০০ |
কর্মরত চিকিৎসকঃ ১৪১
কর্মরত ৩য় শ্রেনী -২০
৪র্থ শ্রেনী – ০১
আউট সোর্সিং – ৪৩
জমির পরিমানঃ
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্প এর আওতায় ১২.২৯৫ একর জমি ভূমি মন্ত্রনালয় থেকে অনুমোদন পাওয়া গিয়াছে। জমি অধিগ্রহন প্রক্রিয়ার কাজ শেষ হয়ে বর্তমানে একাডেমিক ভবনসহ ছাত্রছাত্রী হোস্টেল, ডাক্তার কোয়ার্টার, ডাক্তার ডরমেটরি ভবন তৈরির কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে ১৪/১১/২০২৩ খ্রিঃ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,এমপি। খুব শীঘ্রই অন্যান্য ভবন উদ্বোধনের অপেক্ষায় আছে।